আসছে শিল্পী আব্দুল্লাহ আল কাফীর ’’তাকওয়ার ফুল’’
আসছে শিল্পী আব্দুল্লাহ আল কাফীর ’’তাকওয়ার ফুল’’
বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী আব্দুল্লাহ আল কাফী। তিনি খুলনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন টাইফুন শিল্পীগোষ্ঠীর অন্যতম সফল পরিচালক। তিনি তার প্রথম প্রকাশিত অডিও অ্যালবাম “এইতো জীবন” থেকে শুরু করে অধ্যাবদি যুগোপযোগী সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত উপহার দিয়ে আসছেন। তার নিজস্ব পরিচালনায় ১৪ থেকে ১৫ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ‘সাউন্ডটেক’ এর ব্যানারে এবং তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে “তাকাওয়ার ফুল” শিরোনামের একটি প্রার্থনা সঙ্গীত। গানটিতে কন্ঠ দিয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং জনপ্রিয় কন্ঠশিল্পী আব্দুল্লাহ আল কাফী নিজেই। গানটি লিখেছেন উদীয়মান কবি আতিফ আবু বকর
এবং সুর দিয়েছেন জি এম কিবরিয়া এরশাদ।
গানটিতে মিডিয়া পার্টনার হয়েছেন অনলাইনভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল ‘পরিবর্তন টিভি’ ও ‘বার্তাবাহক’ এবং আপকামিং ইউটিউবভিত্তিক টিভি চ্যানেল ‘পরিবর্তন টিভি’। গানটিতে স্পন্সর হয়েছেন : সিকদার টাইলস, মোহাম্মদ নিজামুল হক মাসুম, শহীদুল বিন রশীদ, ইব্রাহীম সুমন,
আইয়ুব আনছারী।
গানটিকে কেন্দ্র করে গল্প লিখেছেন আতিকুল্লাহ সুজন। গানটির ভিডিওচিত্রে তিনি অভিনয়ও করেছেন। আতিকুল্লাহ সুজন একাধারে একজন বিশিষ্ট গীতিকার, উদীয়মান অভিনেতা, নাট্যকার এবং সংগঠক।
আশা করছি গানটি অনেক জনপ্রিয় হবে এবং সকলকে মুগ্ধ করবে।
শিল্পীর আলোচিত গানগুলো দেখে নিন:
এই গানটি মহররমে রিলিজ হয়ে ব্যাপক সাড়া পেয়েছে
কাশ্মীরের মুসলমানদের হত্যার প্রতিরোদে গানটি প্রকাশিত হয়।
No comments